চট্টগ্রামের নালায় পড়ে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামের চান্দগাঁওয়ের বালুরটাল এলাকায় নালায় পড়ে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার সকাল ১০টার দিকেজাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ওই নারীর নালায় পড়ে যাওয়ার খবর জানান। পরে তা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ওই নারীর প্রায় গলা পর্যন্ত নালার কাদায় ডুবে গিয়েছিল। তাকে দ্রুত উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ওই নারী তার নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগরের উন্মুক্ত নালা-খালে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের খোঁজ এখনো মেলেনি।