গৌরীপুরে গাছের ডালে ঝুলে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে গাছের ডালে ফাঁসিতে ঝুলে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের নাম মো: লিয়াকত আকন্দ (২৫)। তার পিতার নাম মো: শামসুল হুদা আকন্দ। লিয়াকত শামসুল হুদা আকন্দের পাঁচ ছেলের মধ্যে সবার ছোট। সে গত বছর ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বি.এ পাশ করেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ৯ নং ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের ফসলি মাঠের একটি মেহগনি গাছে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই শফিক আকন্দ জানায়, দীর্ঘ দিন ধরে আমার ছোট ভাই লিয়াকত নানা রোগে ভুগছিল। অনেক চিকিৎসা করেও কোন ফল পাওয়া যায়নি।
তার শরীরে অস্থিরতা ও জ্বালাপোড়া ভাব ছিল ব্যাপক। এই যন্ত্রনা সহ্য করতে না পেরেই সে পরিবারের সবার অগোচরে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।
তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।