বগুড়ায় মসজিদে আর-রহমান এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ এএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১০:০১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার গাবতলীর নতুনবাড়ীর পদ্মপাড়া গ্রামে মসজিদে আর-রহমান জামে মসজিদের এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (১৩ এপ্রিল) উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল এর সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা ইমদাদুল হক।
উল্লেখ্য, গত বছর ১৩ এপ্রিল ২০২১ ভিডিও কনফারেন্সের মাধ্যমে “মসজিদে আর রহমান” জামে মসজিদের শুভ উদ্বোধন করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, “মসজিদে আর রহমান” মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এফএইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী বেগম ফুয়ারা, মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, শহিদ-উন-নবী সালাম, খায়রুল আলম, শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহম্মেদ খান রুবেল, মোরশেদ মিল্টন, মীর শাহে আলম, পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, মেহেদী হাসান হিমু, তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন পশারী হিরু, রুস্তম আলী, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দিনকাল পত্রিকার বগুড়ার জেলা প্রতিনিধি কালাম আজাদ, গাবতলীর বিএনপি নেতা এনামুল হক নতুন, ফিরোজ মন্ডল, মতিউর রহমান কামাল, সাহিদুল ইসলাম, আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, তাজুল ইসলাম, আরেফিন রহমান, বাবুল পাইকার, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হামিদুল হক হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীগণ।