সিরাজগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছেন এক ব্যক্তি। মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারী করেছেন আদালত।
গত বুধবার (৬ এপ্রিল) এই মামলা দায়ের হওয়ার পর আগামী ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা পেশাকে বেছে নেন এনায়েতপুরের ইব্রাহিম হোসেন। দুই বছর আগে তিনি ফরিদা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর থেকে স্বামীর ওপর ফরিদা নানাভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করে আসছিলেন। একই সাথে ইব্রাহিমের বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে নতুন বাসায় উঠতে ও তার বেতনের সকল টাকা নিজের কাছে রাখতে প্রতিনিয়তই সাংসারিক অশান্তি সৃষ্টি করতেন তিনি।
এসব বিষয় মানতে ইব্রাহিম অস্বীকার করলে আট মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ী চলে যান ফরিদা।
এর কিছুদিন পর স্বামীকে শ্বশুরবাড়িতে ডেকে দেনমোহর ছাড়াও আরো বাড়তি পাঁচ লাখ টাকা দাবী করেন। সেইসাথে টাকা না পেলে নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানী করাসহ সংসার না করার হুমকি দেন। অবশেষে নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ইব্রাহিম ।
আইন অনুযায়ী এই যৌতুক বিরোধী আইনে উভয়পক্ষেরই মামলা করার অধিকার রয়েছে বলে জানান মামলার কৌসুলি এ্যাডভোকেট নিখিল কুমার ঘোষ।
এদিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম দ্বীন আমিন মনে করেন, অধিকাংশ যৌতুক মামলায় পুরুষেরা হয়রানির শিকার হন। তিনি বলেন, এই মামলার মাধ্যমে শুধু নারীরাই নয়, পুরুষের সাথে অন্যায় হলে তার প্রতিকার পাবেন ভুক্তভোগীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল রউফ পান্না বলেন, যেকোনো পক্ষেরই যৌতুক দাবী করা অন্যায়। এই মামলাটির মাধ্যমে সবাই আইনের এই ব্যাখ্যাটি নতুন করে জানবে।
২০১৮ সালের যৌতুক আইনের ৩ নং ধারা অনুযায়ী, বিবাহের নিকাহনামা বাদে যেকোনো পক্ষ বাড়তি টাকা দাবি করলে অপর পক্ষ তার প্রতিকারে আইনের দ্বারস্থ হতে পারবে।