গাবতলীর সোনারায়ে বিজয়ের হত্যাকারীদের ফাঁসি’র দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১২:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়া গাবতলীর আটাপাড়া বাজারে সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৯ম (নবম) শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ফাহারুল ইসলাম বিজয়ের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (১০ এপ্রিল) ইউনিয়নবাসী ও সোনারায় উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সময় মানববন্ধনে বক্তারা, মেধাবী শিক্ষার্থী ফাহারুল ইসলাম বিজয়ের হত্যাকারী রিজু মিয়া, সুমন, আশাদুল ও শাবলু মিয়া’সহ তার সঙ্গীদের ফাঁসির দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউপি সদস্য রাজা মন্ডল, বাবলা মন্ডল, মহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, শিক্ষক ফুলফিকার আলী, নজরুল ইসলাম, আহম্মদ আলী, আব্দুর রশিদ, সেকেন্দার আলী, রেজাউল করিম, নূরে আলম জাহিদ, নাহারুল ইসলাম, শিকতা রানী পাল, সরর্ধনকুটি বালক সরঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ছয়ঘরিয়া সরঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মাসুদ রানা, নিহত বিজয়ের পিতা লিটন মিয়া, মাতা গোলাপী বেগম, পরিবারের সদস্য সামছুল হক, আফতাব প্রাং’সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রেনী পেশার মানুষ প্রমূখ।