নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই আপন চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগ পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রোজা মনি (৬) ও তার ছোট ভাই মনির হোসেনের মেয়ে নুসাইবা (৬)।
পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে পৌর এলাকার সরকারি পুকুরে গোসল করতে যায় রোজা মনি ও নুসাইবা। কিন্তু তারা কেউই সাতাঁর জানতো না। এ সময় পুকুরে ভাসমান কলাগাছ ধরে সাতাঁর কাটছিল দুই বোন। হঠাৎ কলাগাছ থেকে তাদের হাত পিছলে পানিতে তলিয়ে যান দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
নবীনগর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, দুই শিশু পুকুরে গোছল করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।