সিরাজগঞ্জে শ্রমিকদের বেতন-মজুরী ও উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০২:৫৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে, সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বাবু এর নেতৃত্বে পবিত্র ঈদ উল ফিতরের অন্তত ১০ দিন পুর্বে শ্রমিকদের বেতন-মজুরী ও উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় মোড়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, অন্যন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পলাশ কুমার ঘোষ, এবং অন্যতম নেতা আব্দুল কুদ্দুস সহ প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, একটি দেশের চালিকা শক্তি হল শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের শরীরের ঘামে দেশের অর্থনৈতিক চাকা পরিচালিত হয় অথচ সরকার তাদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা রাখেননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে সাধারণ শ্রমজীবী মানুষদের ভোগান্তিতে পরতে হচ্ছে। তারা তাদের মৌলিক চাহিদা পুরন করতে পারছে না। এর মধ্যে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে বাজার ব্যবস্থা আরো চাঙ্গা হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনা করে পবিত্র ঈদ উল ফিতরের অন্তত ১০ দিন পুর্বে শ্রমিকদের পুর্ণাঙ্গ বেতন-মজুরী ও উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করতে সরকারের নিকট জোর দাবি জানান। একই সাথে শ্রমজীবী সাধারন মানুষদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু ও প্রশাসনের ন্যায় স্বল্প মুল্যে প্রদানের জন্য দাবি জানান।