মানিকগঞ্জে দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মা হাসিনা বেগম ও ছেলে হাফিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার বাসিন্দা। বাকি একজনের (পুরুষ) নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনা পরবর্তী সময় ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঢাকাগামী একটি বাস (টাঙ্গাইল -জ ১১-০০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক আছে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।