মাগুরায় আরইএলআই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
মাগুরার মহম্মদপুর উপজেলার মিনি কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা।
আজ বুধবার (৬ এপ্রিল) উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল।
প্রধান অতিথি হিসেবে মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক।
অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কর্ম এলাকার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ আরইএলআই প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্টের আঞ্চলিক, জেলা ও ক্লাস্টার পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপকের স্বাগত বক্তব্যের পর আরইএলআই প্রকল্পের পরিচিতি বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসডিএফ মাগুরা জেলা ব্যবস্থাপক জনাব মাহমুদ হাসান।
উপস্থাপনায় তিনি জানান এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন আরইএলআই প্রকল্প স্থায়ী সংগঠন তৈরি, উদ্যোক্তাদের সহায়তা, গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে টেশসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে।
প্রেজেন্টেশনের ওপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীগণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব মো. হেদায়েত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, পরে সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।