মোরেলগঞ্জে খাল থেকে জেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০২:২২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাগেরহাট মোরেলগঞ্জের সানকিভাংগা খাদ্যগুদাম সংলগ্ন বিশখালী খাল থেকে মো. আ. হালিম সরদার (৫৩) নামে এক জেলেকে খালের চর থেকে গতকাল মঙ্গলবার স্থানীয়রা উদ্ধর করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষনা করেন।
আ. হালিম বারইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভরাঘাটা এলাকার ইউসুব আলী সরদারের ছেলে সে পেশায় একজন মৎস্যজীবী।
পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার বিকেলে হালিম নিজ বাড়ি থেকে শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি সানকিভাঙ্গা এলাকায় মাছ ধরতে যায়। পর দিন মঙ্গলবার সকাল ৯ টায় মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিশখালী খালের মধ্যে খাদ্য গুদাম সংলগ্ন চরে তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ মোরেলগঞ্জ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করে। জেলে হালিমের স্ত্রী, ২ পুত্র ও ২ কন্য সন্তান রয়েছে।
আ. হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, আমার ভাই জাল দিয়ে মাছ ধরতে নদীতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, আ. হালিম সরদারের মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. মুনসুর আলী শেখ ও সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ নিহতের বাড়িতে খোজ খবর নিয়ে উপজেলা মৎস্য অফিসে জানিয়েছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার বিশ্বাসের সাথে জেলে পরিবারের সরকারি সহযোগীতার ব্যাপারে কথা হলে তিনি বলেন প্রাথমিকভাবে বিষয়টি শুনেছি বলে জানান। বিষয়টি নিশ্চিৎ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।