সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় কিশোরী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ৬ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর তিনটার সময় পৌরসদর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহত শামীমা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মনির আহমদের মেয়ে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হয় শামিমা। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড পৌর কাউন্সিলর ফজলে এলাহি পায়েল বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেট কার চাপা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে মেযেটি মারা যায়।