ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় মোস্তফা মোহাম্মদ ফারুকী (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি নামকস্থানে।
জানাগেছে, এক শিশুসন্তানের জনক নিহত যুবদল নেতা মোস্তফা মোহাম্মদ ফারুকী বেনাপোল থেকে মটরসাইকেল যোগে ঝিকরগাছায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শার বুরুজবাগান হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যূ ঘোষনা করে।
সে ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের বাসিন্দা ও মরহুম প্রফেসর আব্দুল করিমের ছেলে ও ঝিকরগাছা উপজেলা যুবদলের নির্বাহী কমিটির সদস্য।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে।