ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃর্শ হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃর্শ হয়ে দুই সন্তানের জনক শাওন হোসেন (২৫) নামের একজন নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বল্লা বাজারে।
জানাগেছে, নিহত শাহন হোসেন রংপুরের গাইবান্ধা উপজেলার বাসিন্দা লাল মিয়ার ছেলে ও বল্লা গ্রামের শ্বশুর মরহুম আব্দুস সালাম সাপুড়িয়া’র ঘরজামাতা হিসাবে থাকতেন। এদিন সকালে সে বল্লা বাজারের সিরাজুল ইসলাম বিশ্বাসের দ্বিতল ভবনের নির্মাণকাজ করতে গিয়ে অসাবধনতা বশত ঘরের একেবারে পাশে থাকা বিদ্যুতেরতার স্পৃর্শ হলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।