ফেনীতে ফুলগাজীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ, কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফেনী-পরশুরাম সড়কের ফুলগজীর বন্ধুয়া স্মল হাউস রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় শাহরিয়ার বাপ্পি নামে এক কলেজ ছাত্র।
আজ শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী পরশুরামের চিথলিয়ায় বোনের বাড়ি থেকে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
শারিয়ার বাপ্পি ফেনী সরকারি কলেজের ছাত্র ও শহরের মাষ্টার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।