নাঙ্গলকোটে পিস্তলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটে একটি বিদেশী পিস্তলসহ ইয়াছিন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামের দারোগ আলীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন ঢালুয়া ইউপির কিনারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আজ শনিবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ওই এলাকায় পুলিশ জরুরি টহলরত অবস্থায় ইয়াছিনকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাকে তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি বুলেট পাওয়া যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।