দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২২ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জের দিরাই ডুবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হল, দীপক দাসের মেয়ে বৃন্দা দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫) ও দীপু দাসের ছেলে রক্তিম দাস (৫)।
পরিবার জানায়, শুক্রবার বিকালে বাড়ির আঙিনায় বৃন্দা, প্রমিত ও রক্তিম খেলাধুলা করিছিল। খেলা শেষে সামনের ডুবায় সাঁতার কাটতে গিয়ে ডুবার পানিতে তলিয়ে যায় তারা। এ সময় অন্যান্য শিশুরা শোরচিৎকার করলে স্বজনরা এসে ডুবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।