সেচের পানি না পেয়ে দুই কৃষক ভাইকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫০ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে দুই কৃষক ভাইকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার প্রতিবাদে আজ সকালে বিপ্লবী কৃষক সংহতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন - সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান ফিরোজ এর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, কৃষক আন্দোলনের সংগঠক ইউসুফ জামিল, ইফতেখার আহমেদ চৌধুরী, বিধান দাস, প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গোদাগাড়ীর দেওপাডা ইউনিয়নের ঈশ্বরীপুর অঞ্চল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচপ্রকল্পের কর্মকর্তা স্থানীয় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেনের অবহেলা, দায়িত্বহীনতা ও প্ররোচনায় সেচের পানি না পেয়ে আদিবাসী দুই ভাই অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি বিষ খেয়ে আত্মহত্যা করে।
নেতৃবৃন্দ এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করে শাস্তি বিধান ও আত্মহত্যাকারী দুই ভাইয়ের পরিবারকে ৫০ লক্ষ করে টাকা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।