ভোলায় মাকে লঞ্চ থেকে বাড়ি নিতে এসে লাশ হলো ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলায় লঞ্চ থেকে মাকে বাড়ি নিতে এসে মো. ইয়ামিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শুক্রবার (১ এপ্রিল) ভোরে ৫ টার দিকে ভোলা বাসষ্টান-ভেদুরিয়া সড়কের চরসামাইয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়ামিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়নগর গ্রামের মো. মিজানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দৌলতখান থেকে মোটরসাইকেল নিয়ে ইয়ামিন লঞ্চ থেকে মাকে বাড়ি নিতে ভোলা খেয়াঘাটের দিকে রওনা দেয়। এ সময় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ভেদুরিয়া সড়কের বিশ্বরোড মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এসে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে সে নিহত হন।
স্থানীয়রা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দিলে ফায়ার সাভির্সের সদস্য এসে তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, ইয়ামিন তার মাকে আনার জন্য দৌলতখান থেকে ভোলা খেয়াঘটের দিকে যাচ্ছিলো। পথে এ দূর্ঘটনা শিকার হন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত এ তথ্য নিশ্চিত করেন।