কালিয়াকৈরে সড়ক দুরঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। নিহত যুবক, সাভার উপজেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)।
সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে কালিয়াকৈরের উদেশ্যে নিজ বাড়ি (কবিরপুর) থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌছালে পিছন থেকে আসা একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ট-৪১-০১৮৯) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী মহা সড়কে পরে গিয়ে ছটফট করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই মাসুদ রানা মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় তেলবাহী লরিটি আটক করা হয়েছে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ের পুলিশের উপ-পরির্দশক (এসআই) খায়রুল বাসার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।