ভৈরবে দোকান মালিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভৈরব পৌর শহরের হাসপাতাল এলাকায় তুচ্ছ ঘটনার জেরে হাসপাতাল গেইটের নিরীহ দোকান মালিক আনোয়ার হুসেন কে এলাকার চিহ্নিত অপরাধী শাহীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্র দিয়ে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ছন্ডিবের হাসপাতাল পাড়ার লোকজন আজ শুক্রবার সকাল সারে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ঘটনার বিবরণে এলাকাবাসী সূত্রে প্রকাশ গত ২৭ মার্চ রবিবার বিকেলে ভৈরব পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোমেন আগের দিন ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনা বিরোধ শেষ করে দেয়ার কথা বলে ভুক্তভোগী আনোয়ার হুসেন কে তার কার্যালয়ে ডেকে আনে এ সময় কাউন্সিলর মোমেন আরেকটি বিষয় নিয়ে তার অফিসে সভা চলায় আনোয়ার কে বাহিরে অপেক্ষা করতে বলে।
আনোয়ার কাউন্সিলর হাজী মোমেনের অফিসের বাহিরে অপেক্ষা করতে থাকলে, পূর্ব থেকে বাহিরে উৎ পেতে থাকা শাহীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার কে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে চলে যায়। মারাত্মক আহত হয়ে আনোয়ার হোসেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
আনোয়ার হুসেন এর ছোট ভাই ওমেদ আলী জানান, আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় ভৈরব থানা পুলিশ মামলা গ্রহন না করায় ৮ জন কে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা বীরদর্পে এলাকায় ঘুরাফেরা করছে এবং এক সুস্থ্য মহিলা কে প্রভাব খাটিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে তাদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দেয়ার পায়তারা করছে।