গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ হাইওয়ে সড়কের রতাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তরপাড়া গ্রামের লাভলু শেখের ছেলে রুদ্র মাহমুদ, একই উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী। তারা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অপরজন নাইম হাওলাদার উনশিয়া গ্রামের নওশের হাওয়াদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, সকাল ৯টার দিকে তিনজন মোটরসাইকেলে উপজেলার সিদ্দিরবাজার যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী কার্ভাডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।