ভোলায় আগুনে পুড়ে ১০ দোকান ভস্মিভূত, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলার চরফ্যাশন বাজারে আগুন লেগে ১০ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করছে।
গতকাল শনিবার দিনগত রাত সোয়া ২ টার দিকে চরফ্যাশন সদর রোডে পৌরসভা ৫ নং ওয়ার্ডের শরীফ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম ও মো. সোহেল জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ২ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূতের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়তে দেখে ব্যসায়ীরা আগুন নেভেনোর চেষ্টা করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সাভির্সেস দুটি ইউনিট ও চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় ১০ দোকান। এতে ববসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. রেজাউল ইসলামের মালিকানাধীন রিপন মেশিনারীজ স্টোর, মো. বিল্লালের মালিকানাধীন মোল্লা এন্টার প্রাইজ, মো. মনিরের মালিকানাধীন মনির পার্স স্টোর, মো. আরিফের মালিকানাধীন আরিফ ইলেট্রনিক্স, মো. ইসরাফিলের মালিকানাধীন মোল্লা ষ্টীল, মো. সবুজ খানের মালিকানাধীন ভাই ভাই গ্লাস হাউজ, মো. সোহেলের মালিকানাধীন মেসার্স ফ্রেস মেটাল, অঞ্জন পাঠানের মালিকানাধীন সুজন ইলেট্রনিক্স ও নারায়ন চন্দ্র দাসের মালিকানাধীন বলাকা লড্রি।
চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার আল নোমান, চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ ও চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শক করেছেন।
চরফ্যাশন ফারায় সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রথমে চরফ্যাশন ফায়ার সাভির্সের একটি ইউনিট পরে লালমোহন থেকে আরেকটি ইউনিট এসে দুটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদূ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত না করে সঠিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।