চট্টগ্রামে এসআইর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের হালিশহর থানার এসআই মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রবিবার (২৭ মার্চ) এ ঘটনায় তার বিচার দাবিতে লাশ নিয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করেন তারা। এতে ওই নারীর পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচি থেকে জানানো হয়, এসআই জাবেদ ও তার স্ত্রী ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বজনদের অভিযোগ, বিয়ের দুই বছর পর থেকে জাবেদ অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করায় কলিকে একাধিকবার মারধর করেন তিনি। দুই পরিবারের মধ্যে এসব বিষয় নিয়ে বৈঠকও হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় কলিকে পিটিয়ে হত্যা করেন জাবেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় আজ রোববার সকালে হালিশহর থানায় মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।