ঝিকরগাছায় পরকীয়ার জের ধরে একসন্তানের জননী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের ঝিকরগাছার পল্লীতে সুমাইয়া আক্তার (২৭) নামের এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সীমান্তবর্তী শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের আয়ুব হোসেনের স্ত্রী, একপুত্র সন্তানের জননী ও একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। পরকীয়ার জের ধরে এই নৃশংস হত্যাকান্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এই ঘটনায় ঝিকরগাছা উপজেলার বামনআলী চৌধুরীপাড়ার বাসিন্দা আলাউদ্দিন ওরফে আলাল এর স্ত্রী আনজিরা খাতুনকে জিজ্ঞাসা বাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ । পুলিশের সন্দেহ আনজিরার ছেলে বাপ্পির (২৭) এর সাথে নিহত সুমাইয়ার ৩ বছর ধরে প্রেমজ সম্পর্ক চলছিল। এরই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে প্রেমিক বাপ্পিসহ পরিবারের সকলে পালাতক রয়েছে বলে জানাগেছে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ উপজেলার পানিসারা ইউনিয়নের বামনআলী চাপাতলা গ্রামের ফকিরটিকে নামক নির্জন মাঠ থেকে সুমাইয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। উল্লেখ্য, নিহত সুমাইয়ার স্বামী আয়ুব হোসেন একটি বেসরকারী সংস্থায় চাকুরীর সুবাদে চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করার সুযোগে ওই যুবকের সাথে পরিচয় ও প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।