নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নোয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বাষিক সম্মেলন চলাকালে দু'গ্রুপের মধ্যে হট্রগোল, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে।
আজ শুক্রবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরণ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল এসব তথ্য নিশ্চিত করেন।
নোয়াখালী পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌর অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে শুরু হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর ১ টার দিকে সুবর্ণচর উপজেলার বাসিন্দা নারায়ণ দাস বক্তৃতা চলাকালে সম্মেলনটা বিধি মোতাবেক আয়োজন করা হয়নি বলে প্রতিবাদ জানান। এ সময় হলরুমে উপস্থিত অনেক সাধারণ সদস্যরা তাঁর কথায় সমর্থন জানায়। এ ঘটনার জের ধরে সম্মেলন আয়োজক কমিটির অনুসারী ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে হট্রগোল, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন আহত হয়। এদের মধ্যে দীপক সাহা ও সুমন নামে দু'জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রতন কৃষ্ণ পাল আরও বলেন, অনুষ্ঠানের আগে ত্রি-বার্ষিক সম্মেলনের কথা না বলে ত্রি-বার্ষিক সম্মেলন কেন করল ? এ জন্য সাধারণ সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করে। এ ঘটনার জের ধরে হট্রগোল, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একাধিক সিনিয়র নেতৃবৃন্দের ফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম বলেন,তারা একটা অনুষ্ঠান করেছে। তবে ওই অনুষ্ঠান করতে আমাদের অনুমতি ছিলনা। বক্তৃতা চলাকালে এক সদস্য প্রতিবাদী বক্তব্য দেয়। পরে এটা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।