ফেনীতে স্টার লাইন একশকোটি টাকার ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এখনো আগুনের সুত্রপাত জানা যায়নি।
তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানোর চেষ্টা চলছে।
স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন বলেন, ভয়াবহ আগুন লেগেছে তবে কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না।
এর আগে গত বছর ২৫ ফেব্রুয়ারি ওই কারখানায় আগুন লেগে প্রায় ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।