শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত- ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে এবং ৬ জন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় নাটোর বগুড়া-মহাসড়কের বীরগ্রাম বন্দরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোর গামী মাসুদ পরিবহনের একটি বাস (রংপুর-জ ১১০০৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে বীরগ্রাম বন্দরে মহাসড়কের পাশে যাত্রীর জন্য অপেক্ষারত ৩টি ব্যাটারী চালিত ভ্যান ও একটি অটো রিক্সা (সিএনজি)কে চাপা দেয়। এতে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী জগন্নাথপুর গ্রামের গোলাপী বেগম (৭০) নিহত হয়। ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ রির্পোট লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। হতাহত যান গুলো কুন্দার হাইওয়ে ক্যাম্পের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেকে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আহতরা সবাই শজিমেকেই চিকিৎসাধীন রয়েছে।