কুষ্টিয়ায় রেল ব্রীজে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে কয়া রেলওয়ে ব্রীজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মানুষিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে পোড়াদহ অভিমুখী সাঁটল ট্রেন কয়া রেলওয়ে ব্রীজে পৌঁছালে রেলের উপর দাঁড়িয়ে থাকা নারী ট্রেনে কাটা পড়ে। এসময় কুমারখালী থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মানুষিক ভারসাম্যহীন অজ্ঞাত এই নারী বিভিন্ন রেলওয়ে প্লাটফর্মে থাকতো। সকালে ট্রেনে কাটা পড়ে সে মারা গেছে। আনুমানিক তার বয়স (৪০) বছর। নারীর মরদেহ রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।