শায়েস্তাগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, ঘাতক ভাগ্নে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১২ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:২৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামে বেকারি শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী বিনা বেগম (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাদের দুই পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে। সন্তানরা মাকে হারিয়ে বিলাপ করছে। কোনভাবেই থামছে না তাদের কান্না।
গতকাল সোমবার (২১ মার্চ) দুপুরে সরেজমিনে গেলে এমন দৃশ্য দেখা যায়।
এ সময় নিহতের সন্তান রতন, রায়হান, রিয়া, রত্না ও রুমা জানায়, তাদের মা হত্যাকারী এমরানের যেন ফাঁসি হয়। তারা দ্রুত এর বিচার দেখতে চান।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১১টায় কে বা কারা বিনা বেগমকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানার পর পুলিশ সুপার এসএম মুরাদ আলির দিক-নির্দেশনায় হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের পরামর্শে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ আলম, এসআই সঞ্জিত চন্দ্র নাথ, এসআই কাউছার মাহমুদ তোরন, এসআই মোখলেছুর রহমান, এসআই স্বপন চন্দ্র সরকার ও এসআই জসিম উদ্দিনসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এক পর্যায়ে গতকাল সোমবার সকালে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে শুকর আলী ওরফে এমরান (৩২) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে। এমরান চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের আন্নর আলীর পুত্র।
গতকাল দুপুরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল পূর্ব বাগুনিপাড়া গ্রাম পরিদর্শন করেন।
এ সময় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ এমরানকে নিয়ে একটি বাঁশঝাড় থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করে। এ ছোরা দিয়ে বিনাকে একাধিকবার আঘাত করে এমরান। এতে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, মামি বিনা বেগমকে ছোরা দিয়ে আঘাত করে এমরান। এতে আঘাতপ্রাপ্ত বিনা হাসপাতালে গিয়ে মারা যান। পুলিশের কাছে এ ধরণের স্বীকারোক্তি দিয়েছে এমরান। এ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আর কেউ জড়িত থাকলে দ্রুত গ্রেফতার করা হবে।
এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে পুলিশ জানায়। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় নিহত মিনা বেগমের দাফন সম্পন্ন হয়। নিহত মিনা বেগমের স্বামী দিনমজুর ইউনুস আলী জানান, চুনারুঘাট উপজেলার লালিয়ারপাড় গ্রামের মৃত আনোয়ার মিয়ার পুত্র শুকুর আলী ওরফে এমরান মিয়া তার আপন ভাগ্নে।