সিরাজগঞ্জ আদালতে ভিপি কৌশুলীর কক্ষ থেকে নথি চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি) কৌশুলীদের কক্ষের তালা ভেঙ্গে প্রায় ৬শ গুরুত্বপূর্ণ নথি ও পুরাতন ডাইরি চুরি করেছে দুবৃত্তরা।
গতকাল সোমবার (২১ মার্চ) রাতে আদালতের সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব এমন অভিযোগ করেন।
তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌশুলীদের কক্ষের কয়েকটি আলমারীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডাইরি রক্ষিত ছিল। গত শনিবার ও রোববার পর পর দুদিন রাতে ওই কক্ষের তালা ভেঙে আমার এবং এজিপি অ্যাডভোকেট বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শতাধিক করে মোট ছয় শ মামলার কোর্ট ফাইল চুরি হয়েছে।
এছাড়াও বেশ কিছু পুরাতন ডাইরিও গায়েব হয়েছে। প্রথম দিনে তালা ভাঙ্গা হলেও নথি চুরির বিষয়টি বোঝা যায়নি। দ্বিতীয় দিন রোববারও তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তখন দেখা যায় আলমারির ভেতরে ও উপরে থাকা নথিগুলো গায়েব হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মোয়াক্কেলদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি কৌশুলীদের নথি চুরির বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।