শ্রীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৭ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শ্রীনগরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কামারগাও পাকা ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, কামাওগাও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তার হোসেন তার ছেলেকে দুপুরের খাবার দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে উত্তর কামারগাও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। এমন সময় দোহার থেকে শ্রীনগর গামী একটি ট্রাক(ঢাকা মেট্রো ট ২৪-১৫৪৬) তাকে চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।