ফরিদপুরে ১২ বাস পোড়ানোর মামলায় গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া তিনজন হলেন- ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২৪), একই এলাকার সোরাপ মৃধার ছেলে পারভেজ মৃধা (২১) ও জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের শেখ আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ আলী (৪১)।
পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, আলোচিত দুই হাজার কোটি টাকা মানিলন্ডারিং মামলায় জব্দকৃত বাসগুলি ইন্সুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্যেই এ আগুন দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেফতাররা। এছাড়া গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী তাদের বাসগুলো ধোয়ামোছার কাজ করতেন। প্রসঙ্গ, গত ১২ মার্চ রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের পাশে রাখা আলোচিত দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন নামের ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।