ভৈরবে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:০৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কিশোরগঞ্জের ভৈরবে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) রাতে রবিন মিয়া (৩৫) নামে অভিযুক্ত ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার জামালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিন মিয়া উপজেলার জামালপুর গ্রামের আবদুর রউফের ছেলে। গত বৃহস্পতিবার সকালে নিজ বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা তার মাকে তালাক দিলে রবিন মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন ওই কিশোরীর মা। দ্বিতীয় সংসারে মা তার মেয়েকে নিয়ে স্বামীর বাসা জামালপুর গ্রামে বসবাস করেন।
ঘটনার সময় কিশোরীর মা বাসায় ছিলেন না। এ সুযোগ নিয়ে তার সৎ বাবা রবিন মিয়া কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করেন। ঘটনার পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। ধর্ষণের ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার ওই কিশোরী নারী ভৈরব থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, ‘আমার স্বামী এমন ঘটনা ঘটাবে আমি কখনো ভাবতে পারেনি। তার হুমকির ভয়ে মামলা করতে পাঁচদিন দেরি হয়েছে। আমি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মামলার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।