ভোলায় ডেঞ্জার জোনে ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচলে বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলায় উপকুলীয় ডেঞ্জার জোনে সি-সার্ভেবিহীন সব ধরনের লঞ্চ চলাচল ১৫ মার্চ থেকে আগামী ১৫ অক্টোবর পযর্ন্ত ৭ মাস বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার এই মর্মে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিষেধাজ্ঞা জাড়ি করেছেন।
ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ১৫ মার্চ থেকে আগামী ১৫ অক্টোবর পযর্ন্ত ৭ মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরকচ্ছপিয়া-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার মধ্যে জনসাধারণের নিরাপদ যাতায়াতের জন্য যেসব নৌ-যানের সি সার্ভে সনদ রয়েছে ওই সব নৌ-যান এসব রুটে চলাচল করতে পারবে। এছাড়া বিকল্প ব্যবস্থায় হিসেবে সি-ট্রাক চলাচল করবে বলে এই কর্মকর্তা জানান।