নোয়াখালীতে বাসচাপায় পথচারী নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নোয়াখালীর বেগমগঞ্জে হিমাচল পরিবহন নামক বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে।
নিহত নারীর নাম সাবিহা (৫০)। তিনি বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিল বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবিহা পেশায় একজন গৃহপরিচারিকা ছিলেন। দুপুর ১২ টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়খালীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইন গত পদক্ষেপ নেয়া হবে।