ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
গতকাল রোববার (১৩ মার্চ) বিকেল ও সন্ধ্যার পর এসব দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জেআর পরিবহন নামের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে ওই দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
অপরদিকে রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় ঈগল পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসির সরদার (২৫) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির সরদারের বাড়ি মধুখালী উপজেলার দামোদরদী গ্রামে। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক ঈগল পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।