সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক হেলপারকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪১ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫০ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে আজ রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রুস্তম আলী নামে এক ট্রাক হেলপারকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লাগামী বেপরোয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২৮৩৯) সজোরে পেছন দিক থেকে তিশা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার রুস্তম আলী আহত হয়ে ট্রাকের ভেতরে আটকে যায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সাহায্যে ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ সাজ্জাদ করিম খান জানান, কুমিল্লাগামী একটি ট্রাক তিশা পরিবহনের একটি বাসকে পিছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।