সিরাজগঞ্জের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৭ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় রাফিউল ইসলাম সবুজ (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাফিউল ইসলাম সবুজ গাইবান্ধা থেকে ঢাকায় যাবার পথে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় কাভার্ডভ্যান চাপায় তিনি নিহত হন।
তিনি গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়নের জুয়ারবাড়ি এলাকার মৃত মোংলা হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সবুজ তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়িতে পৌছে পাশ কাটিয়ে যাবার সময় রাস্তায় পড়ে যায়। তখন পেছন থেকে আসা কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান।
পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত হয়।