পাঁচবিবিতে হত্যার উদ্দেশ্যে মারপিট ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে গিয়ে হাফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে মারপিট করে টাকা ও স্বর্ণের আংটি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি গত রোববার বিকেলে পৌর শহরের বড় নারায়নপুরে ঘটে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র শরিফুলের সাথে নাকুরগাছী গ্রামের হাফিজুলের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে শরিফুল ইসলাম দীর্ঘ দিন ধরে হুমকি ধামকিসহ হাফিজুলের ক্ষতি করার চেষ্টা করে।
এমতবস্থায় গত ৬ই মার্চ রবিবার ডাচ বাংলা ব্যাংক পাঁচবিবি শাখা হতে ১ লক্ষ টাকা উত্তোলন করে আসার সময় ব্যাংকের সামনে রাস্তায় পূর্বে থেকে ওৎ পেতে থাকা শরিফুল ইসলাম ও তার ছেলে স্বাধীন রাস্তা থেকে হাফিজুলকে জোড় পূর্বক হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে নারায়নপুর শরিফুলের বাড়ীতে নিয়ে যায়।
সেখানে হাফিজুলকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে ব্যাংকের উত্তোলন করা এক লক্ষ টাকা, হাতের স্বর্ণের আংটি ও ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়। হাফিজুল দিতে না চাইলে তার উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে জনৈক আনোয়ারের বাড়ীতে রেখে আসে।
সেখানে তার অবস্থা খারাপ হলে স্থানীয় লোকজন ৯৯৯ লাইনে ফোন করলে পাঁচবিবি থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় হাফিজুলের স্ত্রী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯। এবিষয়ে মামলার বিবাদী শরিফুলের নিকট জানাতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।
পাঁচবিবি থানার অফিসার ওসি তদন্ত গোলাম সারোয়ার আলম বলেন, ঘটনার দিনে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত হাফিজুলকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় সাথে জড়িতে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।