কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
স্কুলে যাওয়ার সময় কুমিল্লার সদর উপজেলায় বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে।
আজ বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিমউদ্দীন খন্দকার জানান, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়। নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।