ঈশ্বরগঞ্জে দুই শিশুকে জবাই করে হত্যা, খুনি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে জবাই করে হত্যা করেছে এক পাষন্ড যুবক। এ ঘটনায় খুনি মাহাবুব (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটেছে।
নিহত শিশুরা হলেন- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিল।
এর মধ্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা। অপরদিকে শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন্যা।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবীর রনি জানান, খুনি মাহাবুব সম্পর্কে নিহত শিশুদের মামা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।