সীতাকুণ্ডে গ্যাস সিলিণ্ডার থেকে আগুন, অর্ধশতাধিক ঘর পুড়ে চাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেশবপুর এলাকায় আজ শনিবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হালিমার ঘর থেকে গ্যাস সিলিণ্ডার থেকে আগুন লেগে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে চাই হয়ে যায়।
জসিম উদ্দীন চৌধূরী জানান খবার পেয়ে কুমিরা ফায়ারা সার্ভিস ঘটনার স্থলে এসে ২ঘন্টা অগ্নি নির্বাপন দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ তদন্ত ইন্সিপেক্টার সুমন বনিক পরির্দশন করে। ক্ষতি গ্রহস্ত লোকদের শান্তনা দেয়। অগ্নিকান্ডের ঘটনার স্থল থেকে জানাযায় আব্দুল সালামের ২৫টি ভাড়ার ঘর,হালিমা খাতুনের ঘর, আবছারেরঘর, সপ্না, সুবুরা, সানজিদা, কৃঞ্চ, বাবু মিস্ত্রী, সাগর ড্রাইভার, ফারজানা, বিবি খতিজা, পারভীন, রিদয়, নুপুর ঘরসহ অর্ধশতাধিক ঘর পুড়ে চাই হয়ে যায়।
কুমিরা ফায়ার সার্ভিস সিনিয়ার শষ্টন অফিসার মামুন বলেন, ৪৭টি ঘরের হিসাব পেয়েছি আরো বেশী ঘর পুড়েছে। যাহার ক্ষতির পরিমান ২৫ লাথ টাকার বেশী। সাবেক মেম্বার জহুরল আলম বলেন এই খানে ৮০টির বেশী বসত ঘর পুড়েছে। ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লাখ টাকার বেশী হবে।
স্থানীয়রা বলেন, হালিমা ছোট ২টি বাচ্চা শিশু ঘরে তালা দিয়ে চাকুরীতে যায়। দুপুর ২টার দিকে তার অবুজ শিশু ২টি গ্যাস সিলিণ্ডারে আগুনদিয়ে কিছু রান্না করার চেষ্টা করলে ঘরে আগুন ধরে যায়। এই খান থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়। শতধিকের কাছা কাছি ঘর পুড়ে চাই হয়ে যায়।