ডালিয়া নাজনিন নাছিরের শাহাদাত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর মাতা বেগম ডালিয়া নাজনিন নাছির সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত নুসরাত নাজনিন শামসুন নাহার বেগমের শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ শনিবার (৫ মার্চ) এই উপলক্ষে নগরীর চট্টেশ্বরী রোডস্থ ডালিয়া কুন্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নগর বিএনপি'র আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, নাজিমুর রহমান, ছৈয়দ আজম উদ্দীন, এরশাদ উল্লাহ, আহম্মেদ উল- আলম চৌধুরী রাসেল, হারুন জামান, উত্তর জেলা বিএনপি'র সদস্য, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহ জাহান, সাঃ মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা সেলিম চেয়ারম্যান, ডাক্তার রফিক, জাকের হোসেন, গিয়াস চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন চৌধুরী,বায়েজীদ থানা বিএনপি সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দীন, নগর যুবদলের সহ সভাপতি এম, এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, আবদুল করিম, সিঃ যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, মহানগর সেচ্ছা সেবক দলের সভাপতি এইচ এম রাশেদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ, ই, রাহি, সাধারণ সম্পাদক, মঞ্জুর আলম, মহিলা দলের সভানেত্রী মোনোয়ারা বেগম মণি, জেসমিন খানম, আঁখি সুলতানা, নগর ছাত্রদল সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আকবর আলী, নগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মূসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, নগর যুবদলের দপ্তর সম্পাদক মোঃ সাগির, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহবায়ক মাস্টার আরিফ, সাব্বির আহম্মেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার ররাজিবুল হক বাপ্পি, নুর নবী মোহররম, ফখরুল ইসলাম শাহিন, উত্তর জেলা জাসাসের সিঃ সহ সভাপতি শাহাদাৎ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহসিন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী ছাত্রদলের সদস্য শাহ রিয়ার, আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দীন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুবিনুল হক, নগর সহ চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া মরহুমার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত শাহিন, কান্তা শিকদার, প্রফেসর আসিফ ইকবাল, রহমত উল্লাহ শিকদার, নিয়ামত উল্লাহ শিকদার, রাইয়ান আহম্মদ, মরহুমার পুত্র ব্যারিস্টার মীর হেলাল, দৌহিত্র মীর হামজা, মীর দানিয়াল, মীর হামদান ভার্চূয়ালি উপস্থিত ছিলেন।