ফেনীর সোনাগাজীতে স্প্রে দিয়ে ৩ পরিবারের ৮ ভরি স্বণালংকার সহ ৯ লাখ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪০ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গতকাল বৃহ:স্পতিবার গভীর রাতে সোনাগাজী ৭নং সোনাগাজী সদর ইউনিয়নের দক্ষিন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের গোলদার বাড়িতে সংগবর্দ্ধ চোর চেতনা নাশক স্প্রে ব্যবহার করে ঘরে ডুকে প্রবাসী তিন পরিবারের সবাইকে অজ্ঞান করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার সহ ৯ লক্ষ টাকা লুট করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, ওই দিন রাতে ওই বাড়িতে সংর্গবদ্ধ চোর প্রবাসী নুর আলম লাতু, আবুল কালাম ও সুবেদার রফিকের বসত ঘরে গোপনে ঢুকে যায়। গভীর রাতে চেতনা নাশক ক্যামিকাল স্প্রে ব্যবহার করে একই ভাবে তিন পরিবারের সবাইকে ঘুমের মধ্যে অজ্ঞান করে নুর আলম লাতুর ঘরের অলমারি থেকে ৩ হাজার ৫শত বৈদেশিক ডলার ও ৪ ভরি স্বর্ণালংকার ও সুবেদার রফিকের ঘর থেকে ২ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা এবং আবুল কালামের ঘর থেকে ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিন ঘরের গৃহকর্তারা সকলে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাদের দেখতে গিয়ে অচেতন দেখায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নুর আলম লাতু ও তার সস্ত্রী সাহানা আক্তার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা জানান।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।