বন্ধুদের সাথে আর বাড়ি ফেরা হলো না আকিবের!
কুষ্টিয়ায় মটরসাইকেল ও বাই সাইকেলের সংঘর্ষে নিহত - ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ায় মটরসাইকেল ও বাই সাইকেলের সংঘর্ষে মটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়ে় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই মটরসাইকেল আরোহী। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আকিব (২১) কুষ্টিয়া ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আকিব খাজানগর আদর্শ পাড়া শরিফুল ইসলামের ছেলে ও মেটন এলাকার সজুব উদ্দিন (২৯)। সে কেয়াম মেটালে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে আকিব তার মটরসাইকেলে দুজসহ আরো দুটি মটরসাইকেলে তারা বন্ধুরা মিলে কুষ্টিয়া থেকে খাজানগর আসছিল। আসার সময় কুমারগাড়া পৌছালে কেয়ার মেটাল থেকে কাজ শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরা সবুজের বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে তারা। পরে বন্ধুরাসহ স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক আকিব ও সজিব কে মৃত ঘোষণা করেন।
মটরসাইকেল আরোহী আরো দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আশিক ও নির্জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত মোটরসাইকেল আরোহী আকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আর নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটাল কোম্পানিতে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।