দোহারে শামীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকার দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামীম পত্তনদার (১৬) হত্যাকাণ্ডের বিচার ও হত্যায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নয়াবাড়ি এলাকার সর্বস্তরের জনগণ। এদিকে ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত ও তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শামীমের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, তুচ্ছ ঘটনার জেরে শামীমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি। হত্যার ন্যায় বিচার না পেলে সমাজে অপরাধ বেড়ে যাবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াৎ হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ খান, মনির হোসেন ভূঁইয়া, জাতীপার্টি নেতা ডা. আলাউদ্দিন আল আজাদসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার নূরুল্লাপুর বার্ষিক ওরসের বাঁশ নাচানোকে কেন্দ্র করে উপজেলার কার্তিকপুর এলাকার সোহরাবের ছেলে আলীর (২০) সাথে কথা কাটাকাটি হয় শামীমের। ঐ ঘটনার জেরে পরের দিন আলী ও রাতুল সহযোগিদের নিয়ে শামীমের উপর হামলা করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মারা যায়। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।
মৃত শামীম দোহার উপজেলার আন্তারচক এলাকার মো. ইয়ার আলীর ছেলে।