মাদারীপুরে মা-মেয়েকে পিষে দিলো ঘাতক ট্রাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় জেসমিন বেগম (৩০) ও তার মেয়ে মাহফুজা (৭) নামে মা ও মেয়ে প্রাণ হারিয়েছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর (ডঙ্কুরপাড়) এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জেসমিন বেগম ও তার মেয়ে মাহফুজা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে তার ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে একটি ভ্যানযোগে শিবচর বাজারের উদ্দেশ্য রওনা হন জেসমিন বেগম ও তার মেয়ে মাহফুজা। ভ্যানটি তাদের বাড়ি থেকে কিছুক্ষণ দূরে ডঙ্কুর পাড় গেলে পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, সকালে যাদুয়ারচর এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।