দোহারে সম্পত্তির কারণে ছেলের আঘাতে আহত মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার দোহার উপজেলায় বড় ছেলে আমান খানের (৪০) চাকুর আঘাতের শিকার মা হনুফা বেগম (৬৫)।
গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত হনুফা বেগম জানান, সম্পত্তির কারণে আমার বড় ছেলে বেশ কিছুদিন আগে থেকেই আমার উপর গায়ে হাত তোলা থেকে শুরু করে নানাভাবে অন্যায় অত্যাচার চালাচ্ছে। পারিবারিক ব্যাপারে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে, ছেলের বাবা সবেদ খান (৯০) ও ছেলের শ্যালক মো. ওমর (২২) পেছন থেকে আমাকে ঝাঁপটে ধরে আমাকে মারধর করে ও আমার বাম হাতে চাকু দিয়ে কয়েকবার আঘাত করে। পরে আমি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসি।
এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোস্তফা কামাল জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।