পুলিশি নির্যাতনে মৃত্যু, সেই এসআই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে প্রত্যাহার করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হওয়ার পর দিরাইয়ে এসেছিলেন। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) আবার সুনামগঞ্জে চলে গেছেন।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ জানান, পুলিশি নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এসআই দেবাশীষ সূত্রধরকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে দেবাশীষ তালুকদারকে দিরাইয়ে বদলি করা হয়।
প্রসঙ্গত, উজির মিয়া ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।