পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাপ্তাহিক ছুটির কারণে সকাল থেকেই মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ শুরু হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। তবে দুপুরের দিকে যানবাহনের চাপ কিছুটা কমলেও ঘাট এলাকায় চার শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ও ৭০ থেকে ৮০টি যাত্রীবাহী বাস মিলে প্রায় পাঁচ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় ছিল।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরিঘাট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়তে থাকে। এতে নৌপথের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে কিছুটা চাপ কমেছে। অপেক্ষমাণ এসব যানবাহন পারাপারে ছোট-বড় মিলে এ নৌপথে ১৯টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, সকাল থেকে সাপ্তাহিক ছুটি ও আটরশী দরবারগামী যাত্রী ও যানবাহনের জন্য ঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। সকালের দিকে বাড়তি চাপ থাকলেও দুপুরের দিকে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন পারাপারে কর্তৃপক্ষ কাজ করছে। আশা করা যাচ্ছে, সন্ধ্যার মধ্যেই ঘাট এলাকা স্বাভাবিক হবে।
সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক ও বাস মিলে পাঁচ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।